শিক্ষার নামে চলছে প্রহসন
দেখছি শিক্ষিতদের উল্লাস,
আধুনিকতা কেড়েছে মানবিকতা
করছে নিদারুন পরিহাস।
শিক্ষিত সমাজ রয়েছে নিশ্চুপ
ভুলেছে তারা প্রতিবাদ,
অন্যায়ের সঙ্গে করছে আপস
ঘটবে এবার পরমাদ।
নেই কোন মোমবাতি মিছিল
নেই কোন সহানুভূতি,
আতঙ্ক, আশংকায় কাটছে দিন
চাইনা সন্তানের আত্মাহুতি।
প্রতিষ্ঠানই যখন প্রাণ হন্তারক
স্তিমিত শিক্ষার প্রসার,
শিক্ষার মেরুদণ্ড নুব্জ হয়েছে
দেহটি হয়েছে অসাড়।
নিভে গেল উজ্জ্বল স্বপ্নের দীপ
ঘনিয়ে এলো অন্ধকার,
জীবন যন্ত্রণা হবেনা প্রশমিত
অনুরণিত হৃদয়ের হাহাকার ।।