এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৩ আগস্ট : আমেরিকার হাওয়াইয়ান (Hawaiian) দ্বীপের বনের দাবানলে মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৩ জনে । বিগত শতাব্দীর ইতিহাসে এটাই সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় বলে মনে করা হচ্ছে । লাহাইনার রিসর্ট শহরে ১২,০০০ জনেরও বেশি লোক থাকার ব্যবস্থা ছিল, কিন্তু একটি ভয়ানক আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে । উদ্ধারকারী দল লাহাইনার ধ্বংসস্তূপের মধ্য দিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে । আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই অগ্নিকাণ্ডের ফলে ২,২০০ টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে ৮৬ শতাংশ আবাসিক ভবন । চারদিন আগে এই প্রাকৃতিক অগ্নিকাণ্ড শুরু হয় । আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আসতেই দ্বীপের ক্ষতি আগের চেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে । প্রসঙ্গত, হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদানের এক বছর পর ১৯৬০ সালে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে সুনামিতে ৬১ জনের মৃত্যু হয়েছিল । এই দাবানল সুনামির ঘটনাকে ছাড়িয়ে গেছে ।।