এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৩ আগস্ট : জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতি শারদ পাওয়ার এবং সদ্য উপ মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়া অজিত পাওয়ারের গোপন বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে মহারাষ্ট্রে । শনিবার দুপুর ১ টা নাগাদ পুনের কোরেগাঁও পার্ক এলাকার একটি ব্যবসায়ীর বাসভবনে কাকা-ভাইপোর গোপন বৈঠকটি হয়েছে বলে জানা গেছে । বৈঠকের পর শারদ পাওয়ার বিকেল ৫ টার দিকে চলে যান । তার প্রায় দুই ঘন্টা পরে, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে সন্ধ্যা ৬.৪৬ মিনিট নাগাদ একটি গাড়িতে চড়ে চত্বর ছেড়ে যেতে দেখা যায়,তাকে সংবাদ মাধ্যমের ক্যামেরা এড়াতে দেখা যায় ।
এনসিপি সভাপতি শারদ পাওয়ার গোষ্ঠীর নেতা জয়ন্ত পাটিলও বৈঠকে উপস্থিত হয়েছিলেন বলে জানা যাচ্ছে । প্রসঙ্গত,গত মাসে অজিত পাওয়ার শিবসেনা-বিজেপি সরকারে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তাঁকে সমর্থন করা এনসিপির আটজন বিধায়কও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন । তবে এনসিপির ৫৪ জন বিধায়কের মধ্যে কাকা ও ভাইপোর সমর্থনে ঠিক কতজন করে বিধায়ক আছে তা এখনো স্পষ্ট নয় । এরই মাঝে দুই নেতার গোপন বৈঠক মহারাষ্ট্রের রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে ।
বৈঠক প্রসঙ্গে বিজেপির বিধায়ক অতুল ভাটকালাকার বলেছেন, বৈঠকে কী হয়েছিল তা তাকেই জিজ্ঞাসা করলে ভাল হবে । অন্যদিকে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা অমল মিতকারি দাবি করেছেন যে দুই নেতার মধ্যে বৈঠকটি পারিবারিক হতে পারে ।।