এইদিন ওয়েবডেস্ক,রামপুর(উত্তরপ্রদেশ),১৩ আগস্ট : মুসলিমদের মধ্যে প্রচলিত তিন তালাক প্রথা আইনত নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার । তবুও আকছার সামনে আসে তিন তালাক দেওয়ার খবর । উত্তরপ্রদেশের রামপুর জেলার কেমারী থানা এলাকায় ফের একই ঘটনা ঘটেছে । স্ত্রী তার বাপের বাড়ি থেকে অতিরিক্ত যৌতুক বাবদ ৫০,০০০ টাকা ও ওয়াশিং মেশিন না আনতে পারায় আরিফ নামে এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে বলে জানা গেছে । শুধু তাইই নয়, ওই বধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে । প্রতিবাদ করায় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন বধূ । এই ঘটনায় স্বামীসহ পাঁচজনকে আসামি করে কেমারী থানায় একটি এফআইআর দায়ের করেন তিনি । পুলিশ অভিযোগের ভিত্তিতে বধূর স্বামী আরিফ, জিনাত, সেলিম, তালিব, কাশিশ-এই ৫ জনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে ।
জানা গেছে,২০২২ সালের ১৯ এপ্রিল পাশের গ্রামের বাসিন্দা আরিফের সঙ্গে তার বিয়ে হয় অভিযোগকারিনীর । বিয়ের পর কিছু দিন সব ঠিকঠাক চললেও সম্প্রতি অতিরিক্ত যৌতুক বাবদ ৫০ হাজার টাকা যৌতুক ও একটি ওয়াশিং মেশিন দাবি করছিল আরিফ । দাবি পূরণ না হলে শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে প্রতিদিন ঝগড়া করত, তার স্বামী মদ্যপান করে জোরপূর্বক তার সঙ্গে শারিরীক সম্পর্ক করত বলে অভিযোগ ।
জানা গেছে,নির্যাতিতা মহিলার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন যে গত পয়লা জুন তিনি বাড়িতে একা ছিলেন । সেই সূযোগে তার দেবর তাকে ধর্ষণ করে । তিনি বিষয়টি শ্বশুরবাড়িকে জানালে তারা তাকে মারধর করা হয় ।
জানা যায়,পরে ওই মহিলা কোনও ভাবে তার মামার বাড়িতে পালিয়ে আসেন । তিনি পুরো বিষয়টি পরিবারের লোকজনদের জানান। এরপর তিনি কেমরি থানায় স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।।