এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১২ আগস্ট : শনিবার চেন্নাইয়ের রাধাকৃষ্ণান হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে চতুর্থবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত । ফাইনালে প্রথম থেকেই আক্রমনাত্মক হকি খেলতে শুরু করে মালয়েশিয়া । মালেশিয়ান খেলোয়াড়দের আক্রমণের ঝাঁঝে কিছুটা ছন্দহীন দেখাচ্ছিল ভারতীয় দলকে । ম্যাচের নবম মিনিটে জুগরাজ সিংয়ের সহায়তায় পেনাল্টি কর্নারের মাধ্যমে প্রথম গোল করে ভারত । পরে হারমান প্রীত সিং (৪৫ মিনিট), গুরজন্ত সিং (৪৫ মিনিট) এবং আকাশ দীপ সিং (৫৬ মিনিট) গোল করে ভারতের জয় নিশ্চিত করেন ।
প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়েও ভারতীয় দল হাল ছাড়েনি। সমানে সমানে লড়াই চালিয়ে যায় । দ্বিতীয়ার্ধে রণকৌশল পরিবর্তন করে সাফল্য আসে হরমনপ্রীতদের । এক পর্যায়ে দুই দল ৩-৩ সমতায় ছিল এবং মনদীপ সিংয়ের কাছ থেকে পাস পাওয়া আকাশদীপ সিং আরেকটি গোল করে ভারতের জয়ে অবদান রাখেন। এই স্টেডিয়ামে এটি ভারতের চতুর্থ জয় ।।