এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,১২ আগস্ট : চীন-পাকিস্থানকে রুখতে ভারতীয় বিমান বাহিনী শ্রীনগরে মিগ-২৯ আপগ্রেড যুদ্ধবিমান মোতায়েন করেছে । মিগ-২১-এর জায়গায় ডিফেন্ডার অফ দ্য নর্থ নামের এই বিমানটিকে বিমান বাহিনী মোতায়েন করেছে বলে জানা গেছে । এতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র । দূরপাল্লার এয়ার থেকে এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড ও অন্যান্য অস্ত্র রয়েছে এই যুদ্ধবিমানে । পাকিস্তান ও চীনের সীমান্তের খুব কাছে মিগ-২৯ আপগ্রেড যুদ্ধবিমানের মোতায়েন খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে । মিগ-২৯ শ্রীনগর এয়ারবেসে অবতরণের আগে কাশ্মীর উপত্যকায় দীর্ঘক্ষণ উড়তে দেখা যায় ।
মিগ-২৯ আপগ্রেড যুদ্ধবিমানের বিশেষত্ত হল,রাতেও হামলা চালাতে সক্ষম এই বিমান । আকাশেই বিমানে জ্বালানি ভরা যায়। মিগ-২৯, উন্নত অস্ত্রে সজ্জিত, প্রতিবেশী পাকিস্তান ও চীনের আক্রমণের জবাব দিতে সক্ষম । ২০২০ সালে, গালওয়ান ঘাটিতে চীনের সাথে সংঘর্ষের পরে মিগ-২৯ লাদাখ সেক্টরে মোতায়েন করা হয়েছিল। লাদাখে চিন ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করলে জবাব দেবে মিগ-২৯। এছাড়া মিগ-২৯ শত্রুর বিমানকে জ্যাম করার ক্ষমতা রাখে । মিগ-২১ এর তুলনায় মিগ-২৯ বেশি শক্তিশালী । মিগ-২৯ কাশ্মীর উপত্যকায় প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে । ২০১৯ সালে বালাকোট হামলার পর পাকিস্তানের এফ-১৬ বিমানকে ধ্বংস করেছিল ।।