এইদিন ওয়েবডেস্ক,জব্বলপুর, ১২ আগস্ট : মহারাষ্ট্রের নাগপুর থেকে নিখোঁজ বিজেপি নেত্রী সানা খানকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ । ঘাতক অন্য কেউ নয়,বরঞ্চ সানার স্বামী অমিত ওরফে পাপ্পু সাহু । পুলিশ তাকে গ্রেফতারের পর জেরা করে জানতে পারে যে সানাকে খুনের পর সে মৃতদেহ মধ্যপ্রদেশের জব্বলপুরের হিরণ নদীতে ফেলে দেয় । উল্লেখ্য,চার মাসেরও কম সময় আগে আদালতে বিয়ে করেন সানা-অমিত । অমিত কেন এবং কীভাবে সানাকে হত্যা করল তা জানা না গেলেও পুলিশ অমিত ছাড়াও অমিতের পরিচারক জিতেন্দ্র ও আরও একজনকে হেফাজতে নিয়েছে মহারাষ্ট্রের নাগপুর পুলিশ ।
নাগপুরের মানকাপুর থানার অন্তর্গত আবস্থির বাসিন্দা তথা মহারাষ্ট্রে বিজেপির সংখ্যালঘু নেত্রী সানা খান গত ২ আগস্ট জবলপুর যাওয়ার পর নিখোঁজ হন । পরে জানা যায়, স্বামী অমিতের সঙ্গে দেখা করতে তিনি জবলপুরে গিয়েছিলেন। সানা নিখোঁজ হওয়ার পর পরিবারের সন্দেহ হয় যে অমিত তাকে হত্যা করেছে । খুনের আশঙ্কা করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠিও পাঠান সানার পরিবার । পরে পুলিশ অভিযুক্ত স্বামী অমিতকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে খুনের কথা কবুল করে । সে স্ত্রীকে খুনের পর হিরণ নদীতে ফেলে দেওয়ার কথা জানায় । পুলিশ অমিতকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশিও চালায় । কিন্তু নদীর গভীর জল থেকে সানার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে ।।