এইদিন ওয়েবডেস্ক,অস্ট্রিয়া,১২ আগস্ট : বিষাক্ত ‘কলা মাকড়সা’ (banana spider) আতঙ্কে অস্ট্রিয়ার একটি সুপারমার্কেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে । অস্ট্রিয়ান শহর ক্রেমস অ্যান ডার ডোনাউ(Krems an der Donau)-এর ওই সুপার মার্কেটের শাখা ব্যবস্থাপক ব্রাজিল থেকে আসা কলার একটি প্যাকেটের মধ্যে একটি অজ্ঞাত মাকড়সার উপস্থিতির কথা বললে চলতি সপ্তাহের শুরুতে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয় । মাকড়সা শনাক্ত করার জন্য একজন বিশেষজ্ঞ আনা হয়েছে এবং মাকড়সা চিহ্নিত না হওয়া পর্যন্ত দোকানটি বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।
ক্রেমস অ্যান ডার ডোনাউ-এর পেনি মার্কেটের শাখা ব্যবস্থাপক সকাল সাড়ে সাতটা নাগাদ কলার একটি বাক্সের মধ্যে কালো এবং লাল রঙের ১০ সেন্টিমিটার লম্বা একটি মাকড়সা দেখতে পায় । সঙ্গে সঙ্গে তিনি ফায়ার ডিপার্টমেন্টকে ফোন করে বিষয়টি জানান । যদিও ফায়ার সার্ভিস আসার সময় মাকড়সাটি অদৃশ্য হয়ে যায় । ব্যাপক অনুসন্ধানের পর মাকড়সা খুঁজে না পাওয়ায় সমস্ত কলার বাক্সগুলি প্লাস্টিক দিয়ে সিল করা হয় । পাশাপাশি কীট নাশক ধোঁয়া স্প্রে করা হয় ওই মার্কেটে ।
সুপারমার্কেটের কর্মীরা স্থানীয় সংবাদপত্রকে বলেছেন যে তারা আশাবাদী যে কীট নাশক ধোঁয়ায় প্রাণীটিকে নির্মূল হয়েছে । তবে তারা ধোঁয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । স্থানীয়দের আশঙ্কা কীট নাশক ধোঁয়া খাবারকে দূষিত করতে পারে । জানা যায়,ব্রাজিল থেকে আনা হয়েছিল কলার বাক্সগুলি । সেই কারনে অজ্ঞাত ওই মাকড়সাটি ‘কলা মাকড়সা’ (banana spider) বলে অনুমান করা হচ্ছে ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন,ব্যানানা স্পাইডার খুব বিষাক্ত হয় । এই মাকড়সা কামড়ালে উচ্চ রক্তচাপ, বমি বমি ভাব, মাথা ঘোরা প্রভৃতি উপসর্গ দেখা দেয় । কিছু ক্ষেত্রে মৃত্যুও ঘটাতে পারে । যদিও এটি বিরল । আর অজ্ঞাত ওই জীবটিকে ব্যানানা স্পাইডার বলেই নিশ্চিত বিশেষজ্ঞরা । কারন এই ধরনের মাকড়সারা প্রতিরক্ষামূলক আচরণ দেখানোর পরিবর্তে পালিয়ে যায় ।।