এইদিন ওয়েবডেস্ক,সিলেট(বাংলাদেশ),১২ আগস্ট : সুইডেন ও ডেনমার্কের পর এবার বাংলাদেশে কোরান পোড়ানোর ঘটনা ঘটেছে । বস্তা ভর্তি প্রায় ৪৫ টি কোরানে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন খোদ এক মুসলিম শিক্ষক ও তার সহযোগী । ঘটনাটি ঘটেছে গত রবিবার (৬ আগস্ট ২০২৩) রাতে বাংলাদেশের সিলেট নগরের আখালিয়ার ধানুহাটারপাড়া এলাকায় । বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে প্রায় ১০,০০০ মুসলিম সম্প্রদায়ের লোকজন স্কুল শিক্ষক নুরুর রহমান(Nurur Rahman) ও তার সহযোগী মাহবুব আলমকে (Mahbub Alam) ধরে বেদম মারধর শুরু করে । খবর পেয়ে পুলিশবাহিনী গিয়ে তাদের উদ্ধার করলে ক্ষিপ্ত জনতা পুলিশকে পর্যন্ত আক্রমণ করে । তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁটপাটকেল ছুড়তে থাকে । বিক্ষুব্ধ জনতা সিলেট- সুনামগঞ্জ মহাসড়ক অবরোধের চেষ্টা করে । শেষ পর্যন্ত পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় । ইঁটের আঘাতে অন্তত ১৪ জন পুলিশকর্মী জখম হয় । তাদের হাসপাতালে ভর্তি করা হয় । পরের দিন দুপুর ২ টো নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মোহম্মদ ইলিয়াস শরীফ( Md Elias Sharif) ।
জানা গেছে,সিলেট মহানগরের আখালিয়ার ধানুহাটারপাড়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল তথা চেয়ারম্যান নুরুর রহমান (৫০)। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত ফজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালি থানার অন্তর্গত আখালিয়া তপুবন এলাকার সরু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন । তার সহযোগী মাহবুব আলমের (৪৫) বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউলাপাড়া এলাকায় । ইদ্রিস আলীর ছেলে মাহবুব আলমও কোতোয়ালি থানার আখালিয়া ধানুহাটারপাড় এলাকায় বসবাস করেন ।
ঘটনার বিবরণে জানা গেছে,গত রবিবার বিকেলে সিলেটের জালালাবাদ থানার ফতেহপুর মাদ্রাসার শিক্ষক ইশহাক আহমেদ এক বাক্স(কার্টুন) ও এক বস্তা ভর্তি কোরান দিয়ে যান নুরুর রহমানকে । বস্তায় প্রায় ৪৫ টি কোরানের কপি ছিল । নুরুর রহমান বাক্সের কোরান ছাত্রদের বিতরন ও বস্তার কোরান পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন । সেই অনুযায়ী রবিবার রাত্রি ১০ টার দিকে নুরুর রহমান ও তার সহযোগী মাহবুব আলম বস্তার কোরানের কপিগুলিতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় । কিন্তু বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে । সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী জানান, কোরান শরীফ পোড়ানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ পুড়ে যাওয়া কোরানের অবশেষ উদ্ধার করেছে । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে ।।