এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১১ আগস্ট : গত সোমবার রাতে নিজের পোলট্রি ফার্ম থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে গিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের সিলুড়ি গ্রামের বাসিন্দা সুজিত দত্ত নামে এক ব্যবসায়ী । বৃহস্পতিবার সকালে ফার্ম থেকে প্রায় ৫০০ মিটার দুরে একটা পুকুরের জল থেকে তার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় মৃতের এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম চন্ডী মাজি । তবে এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত চন্ডীর জ্যেঠতুতো দাদা নিখিল মাজি পলাতক । পুলিশ তাকে খুঁজছে । এদিকে ধৃত চন্ডী মাজি পুলিশের জেরায় খুনের কথা কবুল করেছে বলে জানা গেছে । ধৃত যুবক জানিয়েছে, নিখিল সন্দেহ করত যে তার স্ত্রীর সঙ্গে সুজিতের পরকীয়া সম্পর্ক রয়েছে । আর সেই আক্রোশেই দাদা ও সে মিলে সুজিতকে খুন করে পুকুরের জলে তার দেহ ফেলে দেয় ।
কেতুগ্রামের সিলুড়ি গ্রামের বাসিন্দা সুজিত দত্তর পোলট্রি ফার্মটি রয়েছে গ্রামের বাইরে ফাঁকা মাঠের মধ্যে । অনান্য দিনের মত সোমবার রাতেও তিনি যথারীতি বাড়িতে খাওয়া দাওয়া সেরে ফার্মে ঘুমতে চলে যান । পরের দিন ভোরে মুরগির বাচ্চা দিতে আসা একটা কোম্পানির কর্মীরা সুজিতবাবুকে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার বাড়িতে খবর দেয় । এরপর বাড়ির লোকজন ফার্মে ছুটে আসেন । যে ঘরে সুজিতবাবু ঘুমতেন, তারা সেই ঘরে ঢুকে দেখেন সুজিতবাবু নেই । বিছানায় চাপ চাপ রক্ত পড়ে রয়েছে । ওদিন রাতেই সুজিতবাবুর বাবা গঙ্গাধর দত্ত প্রতিবেশী নিখিল মাজি, চন্ডী মাজি সহ তিনজনের বিরুদ্ধে কেতুগ্রাম থানায় একটা এফ আই আর রজু করেন । পরে সুজিতবাবুর পচাগলা দেহ উদ্ধার হলে বৃহস্পতিবার রাতে চন্ডী মাজিকে গ্রেফতার করে পুলিশ । আজ শুক্রবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতের সাতদিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।।