এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১১ আগস্ট : বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ জয়াপ্রদার ৬ মাসের কারাদণ্ডের সাজা শোনালো চেন্নাইয়ের এগমোর আদালত । পাশাপাশি ৫,০০০ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে । চেন্নাইয়ের রায়পেটাতে তাঁর মালিকানাধীন একটি সিনেমার কর্মচারীদের দায়ের করা আবেদনের ভিত্তিতে অভিনেত্রীকে দোষী সব্যস্ত করে আদালত এই সাজা দিয়েছে ।
জানা গেছে, জয়াপ্রদা যথাক্রমে রাম কুমার এবং রাজা বাবুর সাথে দুটি সিনেমা হল চালাতেন । সিনেমা হলের ব্যবস্থাপনা পর্ষদ কর্মরত কর্মীদের বেতন থেকে ইএসআই টাকা কেটে নিত । কিন্তু জয়াপ্রদা সরকারি কর্মচারী বীমা কর্পোরেশনকে তা পরিশোধ করছিলেন না বলে অভিযোগ । কর্মীরা অভিযোগ তুলেছিলেন যে তারা তাদের জমা ইএসআই-এর টাকা পাচ্ছেন না। এরপর সরকারি কর্মচারী বীমা নিগম জয়াপ্রদার বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করে । ওই মামলায় অভিনেত্রীকে দোষী সাব্যস্ত করা হয় ।
এর আগেও চেন্নাইয়ের রায়পেটাতে জয়প্রদা থিয়েটার কমপ্লেক্সে প্রায় ২০ লাখ টাকা কর অনাদায়ী ছিল । যেকারণে সিটি সিভিল কোর্টের নির্দেশে প্রেক্ষাগৃহের চেয়ার ও প্রজেক্টর বাজেয়াপ্ত করে পুরসভা । এবারে কর্মীদের ইএসআই মামলায় আদালতের রায়ে বিপাকে পড়ে গেছেন এক সময়ের বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ।।