এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ আগস্ট : পরিচয় গোপন করে শারিরীক সম্পর্ক গড়লে এবার থেকে ফৌজদারি অপরাধ হিসাবে গন্য হবে । ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুনর্গঠন করতে আজ শুক্রবার সংসদে ৩ টি নতুন বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, এবং ভারতীয় সাক্ষ্য আইন বাতিল করে তার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা,ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য বিল আনা হয়েছে । নতুন বিলগুলি ঘোষণা করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন,পরিচয় গোপন করে শারিরীক সম্পর্ক গড়লে এবার থেকে ফৌজদারি অপরাধ হিসাবে গন্য হবে । তিনি বলেন,’বিয়ে, চাকরি, পদোন্নতির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা ভূয়ো পরিচয় প্রকাশ করে কারও সাথে যৌন সম্পর্ক স্থাপনের কাজকে নরেন্দ্র মোদী সরকার প্রথমবারের মতো ফৌজদারি অপরাধে পরিণত করেছে ।’
প্রসঙ্গত,বিবাহের প্রতিশ্রুতিতে যৌন সম্পর্ক স্থাপন করা বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ হলেও পরিচয় গোপন করে যৌন সম্পর্ক স্থাপনের ঘটনার জন্য এযাবৎ সুস্পষ্ট কোনো বিধান ছিল না । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দীর্ঘ দিন ধরেই ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের পক্ষে সওয়াল করে আসছিলেন । বিভিন্ন মহল থেকেও একই দাবি উঠছিল । অবশেষে এই বিষয়ে আইনকে বাস্তবে রূপ দিল কেন্দ্রের বিজেপি সরকার । পাশাপাশি গণধর্ষণ ও নাবালিকা ধর্ষণের আইন কঠোর করা হয়েছে । গনধর্ষণে সমস্ত অভিযুক্তদের ২০ বছরের জেল বা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হবে। এছাড়া মব লিঞ্চিং এবং নাবালিকাদের ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের নতুন বিধান এদিন সংসদে পাশ হয়েছে । সাংসদরা করতালি দিয়ে নতুন এই আইনকে স্বাগত জানান ।।