এইদিন ওয়েবডেস্ক,পাটনা,১১ আগস্ট : লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে উদ্দেশ্য করে ‘ফ্লাইং কিস’ দেওয়ার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেতা রাহুল গাঁধীর বিরুদ্ধে ৷ বিষয়টি নিয়ে এখনো বিতর্ক চলছে । এবার ওই প্রসঙ্গে একটা বেফাঁস মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন বিহারের নেভাদা(Nawada) জেলার হিসুয়ার (Hisua) বিধায়িকা নীতু সিং । তিনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে আক্রমণ শানাতে গিয়ে বলেন, ‘রাহুল গাঁধীর মেয়ের অভাব নেই,একজন ৫০ বছরের বুড়িকে কেন ফ্লাইং কিস দিতে যাবেন ।’
পাশাপাশি তিনি বলেন,’সংসদের অধিবেশন চলাকালীন ভিডিওটিও তিনি দেখেছিলেন । সেখানে এমন কিছু ঘটেনি। রাহুল গাঁধী স্পিকারের দিকে ইশারা করছিলেন, স্মৃতি ইরানি কেন মনে করলেন যে রাহুল গান্ধী তাকে ফ্লাইং কিস দিচ্ছেন ?’ কংগ্রেস বিধায়িকা নীতু সিং এই সমস্ত অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন এবং পুরো ঘটনাটিকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন ।
প্রসঙ্গত,’ফ্লাইং কিস’ বিতর্কের জেরে ২০ জন মহিলা সাংসদের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র স্পিকারের কাছে জমা পড়ে । তাঁরা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ছিলেন ।।