এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,১১ আগস্ট : নব্বয়ের দশকে কাশ্মিরী পন্ডিতদের নরসংহারের জন্য ন্যাশানাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ( Farooq Abdullah) এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) প্রধান মেহবুবা মুফতির(Mehbooba Mufti) পরিবারকে দায়ী করেছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ (Tarun Chugh) । আবদুল্লাহ এবং মুফতিদের পরিবার পাকিস্তানের আইএসআইয়ের সাথে গোপনে হাত মিলিয়ে কাশ্মিরী পন্ডিতদের উপত্যকা থেকে তাড়াতে ষড়যন্ত্র করেছিল বলে বৃহস্পতিবার তিনি দাবি করেন ।
এমনকি ১৯৮৯ সালে কাশ্মীর পণ্ডিতদের রক্ষার চেষ্টা করা হয়েছিল বলে সংসদে ফারুক আবদুল্লাহ যে দাবি করেছিলেন, তাকে ‘আবদুল্লাহর মিথ্যাচারিতা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেন তরুণ চুগ । তিনি বলেন,’কাশ্মিরী পন্ডিতদের উপত্যকা থেকে তাড়াতে পরিকল্পিত ভাবে তাদের হত্যা ও ধর্ষণের শিকার বানানোর ড়যন্ত্রে হাত ছিল আব্দুল্লাহর ।’
তিনি আরও বলেন,’আবদুল্লাহ এবং মুফতিদের দেশবিরোধী রাজনীতির জন্য জম্মু ও কাশ্মীর ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরে একটি নতুন যুগের সূচনা করেছেন । জম্মু-কাশ্মীরের মানুষ এখন কারফিউ এবং পাথরের কথা বলে না, তারা প্রগতি ও উন্নয়নের কথা বলে ।’ তরুণ চুগ বলেন,’ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতিদের দুষ্ট রাজনৈতিক চক্রান্তের কথা বুঝে গেছে জম্মু-কাশ্মীরের মানুষ ।’।