এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১১ আগস্ট : গৃহপালিত প্রাণী বিড়াল আকছার বাড়ির আনাচে কানাচে অনাদরে ঘুরে বেড়াতে দেখা যায় । ইঁদূর,ছোটখাটো প্রাণী বা পাখি শিকার করে তাদের পেট ভরাতে হয় । কেউ কেউ শখ করেও বিড়াল পোষেন । তাদের মতই একজন হলেন ব্রিটেনের বাকিংহ্যামশায়ারের বাসিন্দা বেন রেয়া ( Ben Rea) । প্রাচীন মূল্যবান দ্রব্যাদি সংগ্রহ ও বিক্রি করা ছিল তার পেশা । এভাবে কোটি কোটি ডলারের মালিক হন তিনি । সাধারণত যখন কেউ মারা যায়, তারা তাদের পরিবারের সদস্যদের সব সঞ্চিত সম্পদ দিয়ে যান । কিন্তু বেনের ক্ষেত্রে তা হয়নি । ধনকুবের বেন মৃত্যুর আগে নিজের সম্পদের বড় একটি অংশ নিজের পোষ্যের নামে দিয়ে যান । আর তার সেই পোষ্য হল মিশমিশে কালো একটি বিড়াল । যার আদর করে নাম রেখেছিলেন ‘ব্ল্যাকি’ (Blackie) ।
১৯৮৮ সালে বিশ্বের সমস্ত রকম পোষ্যের মধ্যে ‘ব্ল্যাকি’কে সবচেয়ে ধনী তকমা দিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস । বিড়ালটির মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ২৫ লাখ ডলার । গত মঙ্গলবার গিনেস ব্ল্যাকিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে । তাতে বলা হয়েছে বর্তমানে বেন রেয়ার পোশা বিড়ালটির সেই সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ ডলারে ।
১৯৮৮ সালে মারা যান বেন । বেনের পরিবার ছিল ।মৃত্যুর আগে তিনি নিজের সম্পদ পরিবারকে দিয়ে যান । তবে বঞ্চিত করেননি প্রিয় ‘ব্ল্যাকি’কে । মৃত্যুর আগে তিনি পোষা প্রাণীদের দেখভাল, সুরক্ষার কাজে নিযুক্ত তিনটি দাতব্য প্রতিষ্ঠানের নামে ১ কোটি ২৫ লাখ ডলার উইল করে গিয়েছিলেন । তবে শর্ত ছিল, তার প্রিয় বিড়াল ব্ল্যাকি যত দিন বেঁচে থাকবে, তত দিন তার দেখভাল করতে হবে । তবে বেনের প্রিয় ব্ল্যাকি কত দিন বেঁচে ছিল জানা যায়নি । এই বিষয়ে গিনেসের ওয়েবসাইটে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, ব্ল্যাকির দখলে থাকা বিশ্বের সবচেয়ে ধনী পোষ্যের রেকর্ড এখন পর্যন্ত আর কেউ ভাঙতে পারেনি ।।