এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ আগস্ট : শুক্রবার জাপান,তুরস্কের দক্ষিণাঞ্চল ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূকম্পন অনুভূত হয়েছে । জাপানের হোক্কাইডোতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার (২৮.৫৮ মাইল) নিচে । অন্যদিকে ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আজ ভোর রাত্রি ২.৫৬ নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে । তবে জাপান ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি ।
পাশাপাশি তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে ।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ । এলাকার লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় আশ্রয় নেয় । জানা গেছে, তুরস্কের মালতয়া প্রদেশের ইয়েজিলার্ড অঞ্চল এবং আদিয়ামান প্রদেশ ভূমিকম্পে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে । ভূমিকম্পে তুরস্কে ২৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে ।।