শ্রাবণের এই ঘন বরষার কালে
হৃদয় নাচিছে মোর ঝমঝম তালে।
জল থই থই মোর সবুজ আঙ্গন
আয়রে সখি মোরা নাচিব নাচন।
আকাশের ঘনঘটা কালিমা ছড়ায়ে
নদীজল বয়ে যায় দুকূল ভরায়ে।
খেয়াঘাটে ভিড় নেই মাঠ ঘাট খালি
পথে শুধু দেখা যায় কাদা জল বালি।
ভেজা কাক করে হাঁকডাক আম্র শাখায়
খুশিতে পাগল আজি অমৃত ধারায়।
কুড়ায়ে গোছা গোছা কদমের ফুল
বালকেরা খেলা করে আনন্দে মশগুল।
দুড়দাড় চর ভাঙ্গে ঝুপঝাপ ঘর
একটানা বারি ঝরে দুপুরের পর।
পেখমের বাহারে দূরে ঐ বন প্রান্তরে
ময়ূরেরা নাচ করে উল্লাস অন্তরে।
ভেকের ডাকেতে বুঝি আজ সারা রাতে
ঘুম আর আসিবে না নয়ন পাতে।
ঝিঁঝিঁ পোকা শুনে না তো কোন মানা
একসুরে ডাক দিয়ে রাতে দিবে হানা।
স্বপনেরা বলে যায় আসিব না আজ
রাতভর দেখে যাও আধাঁরের সাজ।
শ্রাবণের সন্ধ্যায় বকুলের সুঘ্রাণে
আনন্দ খেলে যায় মোর তৃষিত প্রাণে।