বিশ্ব কবির প্রয়াণ দিবসে
বিশ্ব তোমাকে স্মরে
তোমার সুরে তোমার গানে
দিয়েছো দুহাত ভরে।
পঁচিশে বৈশাখ এসেছিলে তুমি
বিশ্বে আলো ছড়িয়ে
সবার হৃদয়ে থাকবে বেঁচে
মানবের মন ভরিয়ে।
কত বেদনায় তোমারে হারায়
তব বেদনা সহেনা
তোমার বিহনে জীবন কুঞ্জে
প্রাণবায়ু আর বহে না।
মধু বেদনায় শিহরিত তনু
নিভু নিভু দীপশিখা
স্মৃতি সুমধুর বেদনা বিধুর
জীবন সঞ্চালিকা।
গুঞ্জিল সারা বিশ্বে তব
দেব দুর্লভ গীতবিতান
তালে তানে ছন্দে গানে
বিশ্ব আজি করেছে স্নান।
প্রণমি তোমার যুগল চরণে
বিমল চরণ কমলে আজ
বিশ্ব জগতের শিরোমণি তুমি
লহ প্রণাম হে কবি রাজ।