এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,১০ আগস্ট : কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরিতে একটি সন্ত্রাসী মডিউল ধ্বংস করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ বাহিনী । অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার করা হয়েছে লস্কর-ই-তৈবার (এলইটি) ৩ সন্ত্রাসবাদীকে । ধৃতরা হল উরির চুরুন্দার বাসিন্দা শওকত আলী আওয়ান, আহমদ দীন ও মোহাম্মদ সাদেক খাতানা । দ্বিতীয় ও তৃতীয় ধৃতের কাছ থেকে দুটি গ্রেনেড, একটি চাইনিজ পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হ্যান্ডলারদের নির্দেশে অস্ত্র ও গোলাবারুদের সীমান্ত পাচারের সাথে জড়িত এবং তারা সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য এলইটি সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিতরণ করত । ধৃত তিনজনের বিরুদ্ধে ইউএপি আইন এবং অস্ত্র আইনের অধীনে উরি থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে ।।