এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৯ আগস্ট : কন্নড় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রের স্ত্রী স্পন্দনা বিজয় রাঘবেন্দ্র রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর । রাঘবেন্দ্রের ভাই শ্রী মুরালি সোমবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন স্পন্দনা তাঁর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ছুটিতে ছিলেন । রাতে তিনি যথারীতি ঘুমিয়েছিলেন,ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ।
স্পন্দনার শেষ দর্শন তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বি কে শিবরামের বেঙ্গালুরুর মল্লেশ্বরায় বাড়িতে হয় । কর্ণাটক সরকারের মন্ত্রী প্রিয়াঙ্ক খারগে, স্পিকার ইউটি খাদের এবং অন্যরা তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন । চন্দন অভিনেতা, অভিনেত্রী,বর্ষীয়ান শিল্পী, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও শেষ দর্শন করে আসেন ।
এডিগা প্রথা অনুযায়ী পরিবারের সদস্যরা প্রণবানন্দ স্বামীর নেতৃত্বে স্পন্দনার শেষকৃত্য সম্পাদন করছে । বিজয় রাঘবেন্দ্র নিজে হাতে শেষ বারের মত স্ত্রীকে চুড়ি আর কপালে তিলক লাগিয়ে দেন । স্পন্দনা বিজয়রাঘবেন্দ্রের শেষকৃত্য আজ বিকেল ৪টায় শ্রীরামপুরের হরিশ্চন্দ্রঘাটে অনুষ্ঠিত হবে। শেষকৃত্যের জন্য হরিশ্চন্দ্র ঘাটে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন বিবিএমপি কর্মকর্তারা ।
অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বি কে শিবরামের কন্যা স্পন্দনা ২০০৭ সালে বিজয়কে বিয়ে করেন । তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে । পারিবার সূত্রে জানা গেছে, স্পন্দনা বিজয় রাঘবেন্দ্রের রক্তচাপ কম ছিল, যার ফলে তিনি হৃদরোগে আক্রান্ত হন । কন্নড় ফ্লিম ইন্ডাস্ট্রির একটি সূত্র জানিয়েছে যে একটি সিনেমার প্রচারে অংশ নেওয়ার জন্য সোমবার তার ভারতে ফেরার কথা ছিল । কিন্তু তার আগেই মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র ।।