এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,০৮ আগস্ট : সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামি (আইএসআইএস) স্টেটের সন্ত্রাসীদের সংঘর্ষে এক ডজনেরও বেশি সিরিয়ার সরকারী সেনা নিহত ও আহত হয়েছে । আজ মঙ্গলবার সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ রাক্কায় ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে রাতভর সংঘর্ষে কমপক্ষে ১০ সিরিয় সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে । সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএস জঙ্গিরা মাদান গ্রামের চারপাশে সিরিয়ার সেনা চেকপয়েন্টে হামলা চালায়, যা তারা সকালে প্রত্যাহার করার আগে অল্প সময়ের জন্য দখল করে নেয় । যদিও সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া সংঘর্ষের বিষয়ে রিপোর্ট করেনি এবং আইএস তার প্রচার চ্যানেলে এর দায় স্বীকার করেনি ।
উল্লেখ্য,আইএস একসময় উত্তর, পূর্ব ও মধ্য সিরিয়ার কিছু অংশ এবং প্রতিবেশী ইরাকের কিছু অংশের ওপর শাসন করত । বিশেষ করে বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল তারা একবারে নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল । পরে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি- নেতৃত্বাধীন যোদ্ধারা সেই সমস্ত এলাকাগুলি পুনরুদ্ধার করে । আইএস স্লিপার সেলগুলি এখনও চোরাগোপ্তা হামলা চালায় । অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমানের মতে, সাম্প্রতিক মাসগুলিতে এই আক্রমণগুলি আরও রক্তাক্ত হয়ে উঠেছে । এদিকে আবু হুসেইন আল-হুসেইনি আল-কুরাইশির মৃত্যুর পর আইএস গত সপ্তাহে তাদের নতুন নেতা হিসেবে আবু হাফস আল-হাশিমি আল-কুরাইশির নাম ঘোষণা করেছে । আবু হুসেইনকে গত এপ্রিলে খতম করে মার্কিন বিমানবাহিনী ।।