এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ আগস্ট : অশোভন আচরণের (unruly behaviour) জন্য রাজ্যসভা থেকে বরখাস্ত করা হল তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে(Derek O’Brien) । মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বর্তমান বাদল অধিবেশনের বাকি অংশের জন্য সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে বরখাস্ত করেছেন ।
মঙ্গলবার সকালে মণিপুর ইস্যু নিয়ে রাজ্যসভায় বিতর্ক হওয়ার কথা ছিল । কিন্তু বিরোধী দলগুলি তুমুল হট্টগোল শুরু করে দেয় । সোমবারেও রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে প্রবল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন ডেরেক ও’ব্রায়েন । “সদস্যের কার্যধারাকে ক্রমাগত বিরক্ত করার জন্য, চেয়ারকে অমান্য করার জন্য এবং ক্রমাগত হাউসে অশান্তি সৃষ্টি করার জন্য” হাউসের নেতা পীযূষ গোয়েল ডেরেক ও’ব্রায়েনের স্থগিতাদেশের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ।
চেয়ারম্যান স্থগিতাদেশে সায় দিলে ব্যাপক হট্টগোলের মধ্যে রাজ্যসভার বাদল অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয় ।।