এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৭ আগস্ট : ইমরান খানকে অনাহারে রেখে প্রাণে মারার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস-প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি । তিনি বলেছেন,কারাগারে ইমরান খানকে খেতে দেয়া হচ্ছে না ৷ কারাগারে ইমরান খানের জীবন হুমকির মধ্যে রয়েছে । কোরেশি বলেন, ইসলামাবাদের ট্রায়াল কোর্টে রায় হওয়ার সঙ্গে সঙ্গে লাহোর পুলিশ ইমরান খানের জামান পার্কের বাসভবনে পৌঁছে যায় এবং তাকে সেখান থেকে গ্রেফতার করে । আদালত ইমরান খানকে আদিয়ালা কারগারে রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছে অ্যাটক কারাগারে।
কোরেশির অভিযোগ,সেখানে তেমন সুযোগ-সুবিধা নেই। এমনকি সেখানে বি ক্লাস সুযোগ-সুবিধাও দেয়া হচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রীকে সি ক্লাস কারাগারে রাখা হয়েছে । আইনজীবীদেরও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না । যেকারণে পাওয়ার অব অ্যাটর্নিতে পিটিআই প্রধানের স্বাক্ষর ছাড়া তার মুক্তির জন্য আপিল করাও সম্ভব হচ্ছে না ।ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পলি ক্লিনিক মেডিকেল বোর্ডে নিয়ে যাওয়া হয়নি । ইমরান খানের জীবন হুমকির মুখে থাকায় বিচারকদের সেদিকে নজর দেয়ার দাবি জানান তিনি ।
তোশাখানা দুর্নীতি মামলায় শনিবার (৫ আগস্ট ২০২৩) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট । আদালতের রায়ের পরপরই লাহোরের জামান পার্কের বাসভবন থেকে তাকে কার্যত টেনে হেঁচড়ে নিয়ে যায় পাঞ্জাব পুলিশ ।।