এইদিন ওয়েবডেস্ক,পুঞ্চ,০৭ আগস্ট : জম্মু- কাশ্মীরের পুঞ্চে হিজবুল মুজাহিদিনের কমান্ডার মুনেসের হুসেনকে (Muneser Hussain) এনকাউন্টারে খতম করেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী । সে বাগিলাদ্রা পুঞ্চের সাত্তার মোহাম্মদের ছেলে । প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল পিআরও (প্রতিরক্ষা) বলেছেন,’তিনি হিজবুল মুজাহিদিন (এইচএম) এর ডিভিসন কমান্ডার ছিলেন । তিনি ১৯৯৩ সালে পাকিস্তানে গিয়েছিলে এবং ১৯৯৬ সালে ফিরে এসেছিলেন । ১৯৯৮ সালে আবারও পাকিস্তানে যায় ওই সন্ত্রাসী । নিরাপত্তা বাহিনীর উপর অসংখ্য হামলার মাস্টারমাইন্ড ছিল মুনেসের হুসেন । পুলিশের রেকর্ড অনুসারে তার দুই স্ত্রী এবং সন্তানের পরিবার পুঞ্চের সুরানকোটে বসবাস করে ।’
তিনি বলেন,’মাওলানা দাউদ কাশ্মীরের (টিইউজে) ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তিনি সৈয়দ সালাউদ্দিন (এইচএম) এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন হুসেন ।
সম্প্রতি ইসলামাবাদে এইচএম গ্রুপের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে যাতে তিনি যোগ দেন। বৈঠকের এজেন্ডা ছিল রাজৌরি পুঞ্চে এইচএমের পুনরুজ্জীবন । হুসেনকে তানজিমদের একটি বৃহত্তর নেতৃত্বের ভূমিকা দেওয়া হয়েছিল এবং পীর পাঞ্জালের দক্ষিণে সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করতে বলা হয়েছিল । হুসেইন এইচএম-এর সবচেয়ে সিনিয়র নেতা ছিলেন । বিগত ১০ বছরে রাজৌর ও পুঞ্চে নিহত হওয়া সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী ছিল মুনেসের হুসেন ।’।