প্রদীপ চট্টোপাধ্যায,বর্ধমান,২১ এপ্রিল : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো ২ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের গলসিতে । বেপরোয়া লরির ধাক্কায় বুধবার মৃত্যু হয় বাইক আরোহী দুই যুবকের। মৃতরা হলেন কুরবান মির্জা (২৫)ও শেখ মনি (২৪)। মৃতদের একজনের বাড়ি গলসির বাবলা গ্রামে অপর জনের বাড়ি শিমুলিয়া গ্রামে। বুধবার দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়কে গলসির বড়দিঘী তিরেঙ্গে মোড়ে ।খবর পেয়ে গলসি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌছে যুবকদের মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য এদিনই মৃতদেহ দুটি বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে পাঠানো হয় । দুর্ঘটনার জেরে গলসিতে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।পুলিশি হস্তক্ষেপে
পরে জাতীয় সড়কে স্বাভাবিক হয় যানবাহন চলাচল । দুর্ঘটনার তদন্তে নেমে গলসি থানার পুলিশ ঘাতক লরির খোঁজ শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,কুরবান ও মনি নামে দুই যুবক পেশায় মারবেল মিস্ত্রি । এদিন দুপুরের দিকে একটি বাইকে চেপে তারা দু’জন বর্ধমানের দিকে কাজে যাচ্ছিল ।পথে জাতীয় সড়কে বড়দিঘী তিরেঙ্গে মোড়ে দুর্গাপুর গামী একটি লরি বাইক আরোহীদের সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বেসামাল হয়ে গিয়ে বাইক সহ আরোহীরা জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা অপর একটি লরির পিছনে ধাক্কা মেরে ছিটকে পড়ে । তাতে ঘটনা স্থলেই মৃত্যু হয় বাইকে ষওয়ার থাকা দুই যুবকের । এমন ভয়াবহ দুর্ঘটনা প্রত্যক্ষ করে এলাকার মানুষজন উত্তেজিত হয়ে পড়ে জাতীয় সড়ক অবরোধ করে দেয় ।অবরোধের জেরে বড়দিঘী তিরেঙ্গে মোড়ে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজনা নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।অন্যদিকে ওই সময়ের মধ্যেই বড়দীঘি মোড়ের ব্রিজের শেষে কৃষ্ণনগরগামী একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । তাতে দুটি বাসের কয়েকজন যাত্রী অল্প বিস্তর আহত হলেও বড়সড় বিপত্তির হাত থেকে যাত্রীরা রক্ষা পান ।।