এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,০৬ আগস্ট : শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরির গুন্ধা- খাওয়াস (Gundha-Khawas) গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে । জম্মুর অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (ADGP) মুকেশ সিং বলেছেন, রাজৌরির খাওয়াস এলাকায় এনকাউন্টার চলছে । এখন পর্যন্ত একজন সন্ত্রাসী নিহত হয়েছে । ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।’তবে নিহত সন্ত্রাসীর দেহ এখনও এনকাউন্টারের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়নি বলে জানা গেছে ।
জানা গেছে,এলাকায় সন্ত্রাসীদের গতিবিধির খবর পেয়ে পুলিশ শনিবার বুধল এলাকার গুন্ধা-খাওয়াস গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। প্রথমে একটি ছোট পুলিশ দল অভিযান শুরু করে এবং পরে সেনাবাহিনী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) তাতে যোগ দেয় । যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে । দুই-তিন জন সন্ত্রাসী আটকে পড়ে । এলাকাটি জলাবদ্ধ এবং বনভূমি সমৃদ্ধ হওয়ায় রাষ্ট্রীয় রাইফেলসের অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে বলে খবর । এছাড়া ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দ্বারা বিশেষ বাহিনীকেও আনা হয়েছে, কোয়াডকপ্টার ও স্নিফার কুকুর কাজে লাগানো হয়েছে । রাজৌরির পুলিশ
এলাকার মানুষকে এনকাউন্টারের এলাকা থেকে অন্তত ২ কিমি দূরে থাকার পরামর্শ দিয়েছে ।।