মিথ্যার ঘরে জীবন গোছানো কঠিন, অসম্ভব নয়—
ধিকিধিকি আগুনে নিজেকে আহুতি দিতেই পারো
সাত জন্মের কলঙ্ক ধুয়ে স্নান করে নতুন মুখোশ পরো
সেলফির আড়ালে মিথ্যাগুলো ঢাকা
তবুও যুদ্ধ, জতুগৃহে আগুন জ্বলে,
সামাল দেবার কিছু নেই, সব বেসামাল।
কবিতা একটা জন্ম কম লেখে,
ইতিউতি না দেখেই শুরু হয় প্রতিদিনের রঙ্গমঞ্চে সকালের আনাগোনা
ধুলো মেখে নেয় সদ্য ফোটা শিশুমন
নির্ভেজাল হতে তুমি কোনো ঈশ্বর
আল্লাহকে ডাকো না;
তুমি নাস্তিক অথচ তুমি আমার গুরু
তুমি আমার প্রথম ফোঁটা অঞ্জলির কাব্যকথা ।