এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৫ আগস্ট : দেশের রাষ্ট্রীয় কোষাগারে রাখা মূল্যবান জিনিসপত্র বিক্রি ও জালিয়াতির অভিযোগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদের আদালত । আজ শনিবার এই রায় ঘোষণা করা হয় । আদালতের এই নির্দেশের পরেই ইমরান খানকে লাহোরে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে । পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ (পিটিআই) এক বিবৃতিতে বলেছে যে তারা ইতিমধ্যেই দেশের সুপ্রিম কোর্টে আপিল করেছে ।
এর আগে পাকিস্তানের একটি আদালত বিদেশী রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে উপহার বিক্রির মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল । পরে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে তিনি আট দিন পর কারাগার থেকে মুক্তি পান । এদিকে ২০২২ সালের অক্টোবরে, পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংসদে নির্বাচিত এবং নিযুক্ত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছিল । পাশাপাশি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছেন যে ইমরান খান দুবাইতে ১৪০ মিলিয়ন পাকিস্তানি রুপি মূল্যের সরকারি সম্পদ বিক্রি করেছেন । তবে ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ এই ধরনের অভিযীগ অস্বীকার করেছে । ইমরান খান দাবি করেন যে এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।।