এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২১ এপ্রিল : রাত পোহালেই ভোট । তার আগেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে উড়ল দুই দুষ্কৃতির হাত । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম থানার চিনিসপুর গ্রামে । জানা গেছে,আহত দুই দুষ্কৃতির নাম লতিফ শেখ ও রাজ শেখ । তারা মোরগ্রামের বাসিন্দা । খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । এদিকে বুধবার দুপুরে ঘটনাস্থলের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ । এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল উঠছে ৷ অভিযোগ,তৃণমূল আশ্রিত স্থানীয় দুষ্কৃতিরা ভোটের দিন এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য ও বুথ দখলের উদ্দেশ্যে অস্ত্রসস্ত্র মজুত করে রেখেছিল ও বহিরাগত দুষ্কৃতিদের ভাড়া করে এনে বোমা বাঁধাচ্ছিল ৷ সমগ্র ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, মহম্মদ মহিউদ্দিন আহম্মেদ ওরফে সম্রাট শেখ(২৫),মহঃ তাজউদ্দিন আহম্মেদ ওরফে আকুল শেখ(৪০) ও রফিকুল শেখ ওরফে রাফাই শেখ(৪৫) । ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি চিনিসপুর গ্রামে । তৃতীয়জন কেতুগ্রাম থানার বেড়ুগ্রামের বাসিন্দা । ধৃতরা প্রত্যেকেই সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গেছে । এদিন ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আর কারা জড়িত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে ।
জানা গেছে, চিনিসপুর গ্রামে বোমা বিস্ফোরণের পর মোজাম্মেল শেখ নামে এক গ্রামবাসী কেতুগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনার বিবরনে তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে নটা নাগাদ প্রতিবেশী কালো শেখের বাড়ি থেকে তাঁরা আচমকা প্রচন্ড জোরে বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান । তারপর তিনি ও কয়েকজন প্রতিবেশী মিলে সেখানে গিয়ে দেখতে পান কালো শেখের বাড়ির উঠানে লতিফ শেখ ও রাজ শেখ নামে দুই ব্যক্তি রক্তাক্তবস্থায় পড়ে রয়েছে । তাদের দু’জনের হাতের একাংশ বিস্ফোরণে উড়ে গেছে । তখন তাঁরা বুঝতে পারেন বোমা বাঁধতে গিয়ে আচমকা বিস্ফোরণ ঘটে এই ঘটনা ঘটেছে । একসঙ্গে প্রায় ৮-১০ টি বোমায় বিস্ফোরণ ঘটেছিল বলে দাবি অভিযোগকারী ব্যক্তির ।
মোজাম্মেল শেখের অভিযোগ, ভোটের দিন এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে বাইরে থেকে দুষ্কৃতিদের ভাড়া করে এনে বোমা বাঁধাচ্ছিল বেড়ুগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি বকুল শেখ , তৃণমূল কর্মী আবদুল শেখ ও সম্রাট শেখ সহ কয়েকজন তৃণমূল কর্মীরা । স্থানীয়দের দাবি,ঘটনার সময় বেশ কিছু লোকজন মজুত ছিল কালো শেখের বাড়িতে ৷ বিস্ফোরণ ঘটার পরেই বাকিরা চম্পট দেয় । কিন্তু লতিফ ও রাজ নামে ওই দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁরা আর পালাতে পারেনি ।
জানা গেছে,খবর পেয়ে চিনিসপুর গ্রামে গিয়ে কালো শেখের বাড়ি থেকে বিস্ফোরণে আহত দুই দুষ্কৃতিকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করে কেতুগ্রাম থানার পুলিশ । কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । এদিকে ঘটনার পর থেকে এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।।