এইদিন ওয়েবডেস্ক,কুলগাম(জম্মু-কাশ্মীর),০৫ আগস্ট : জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল বার্ষিকীতে সন্ত্রাস ছড়াতে এসেছিল একদল প্রায় ৪-৫ জন সন্ত্রাসীবাদী । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় এনকাউন্টার অভিযান শুরু করে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ।দক্ষিণ কাশ্মীরের কুলগাম(Kulgam) জেলার হলান মানজগাম ( Hallan Manzgam) এলাকার ঘটনা । সন্ত্রাসবাদীরা উঁচু পাহাড়ে উঠে ঘন জঙ্গলের মধ্যে গাছের আড়ালে লুকিয়ে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করে। সেই সময় গুলি লেগে জখম হন তিন সেনা জওয়ান । আহত জওয়ানদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু গভীর রাতে তিনজনেরই মৃত্যু হয় ।
এদিকে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের অবরোধ করে পাল্টা জবাব দেয়। সংঘর্ষের খবর পাওয়া মাত্রই, আশেপাশের ক্যাম্প থেকে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে । রাতে উভয় পক্ষের গোলাগুলি বন্ধ হয়ে গেলেও নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে । শনিবার সকাল থেকে ফের অভিযান শুরু হয় । তবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে বৃষ্টি ও ঘন কুয়াশা ।।