দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ আগস্ট : আমন ধান চাষের মরশুমের ঠিক মাঝেই ‘বাংলা শষ্য বিমা যোজনা’র প্রচার চালালো পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক প্রশাসন । এই উপলক্ষে আজ শুক্রবার দুপুরে ভাতারে বিডিও অফিস থেকে ট্যাবলো বের করা হয় । ট্যাবলো সাথে বিডিও অফিস ও কৃষি দপ্তরের কর্মীরা গোটা ভাতার বাজার ঘুরে প্রচার চালান । এদিন ট্যাবলো আনুষ্ঠানিক সূচনা করেন কৃষি দফতরের পূর্ব বর্ধমান জেলার জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার সুকান্ত মুখোপাধ্যায় ও ভাতারের বিডিও অরুন কুমার বিশ্বাস । উপস্থিত ছিলেন ভাতার ব্লকের সহ কৃষি অধিকর্তা বরুন হালদার ।
সুকান্ত মুখোপাধ্যায় জানিয়েছেন,বাংলা শষ্য বিমা যোজনায় সুবিধা পেতে কিভাবে ও কোথায় আবেদন করতে হবে,মূলত সেই বিষয়গুলি কৃষকদের অবগত করানোর জন্য এদিন থেকে ট্যাবলোর সূচনা করা হল । ওই ট্যাবলো এলাকায় ঘুরে ঘুরে প্রচার করবে এবং লিফলেটও বিলি করবে ।।