আমি কষ্ট পাই ভীষণভাবে
যখন তোমার সব অবহেলা এসে
আমাকে বিদ্ধ করে!
আমি যন্ত্রনায় কাতর হই
যখন তোমার সৌহার্দের বুদবুদরা
ছোট হতে হতে মিলিয়ে যায় উপেক্ষায়!
আমি উদ্বিগ্ন হয়ে পড়ি
যখন হৃদয়ের সঙ্গে রক্তের সম্পর্ক
লাইনচ্যুত হয়ে
ছিটকে পড়ে দিগ্বিদিক–
সমীকরণের জটিলতায়!
অস্থির হয়ে যাই
ব্যস্ততা যখন
ছুঁয়ে যায় অষ্ট প্রহরের শেষ সীমানা,
অথচ স্বভাবের বাতুলতায়
খন্ডন করতে পারি না সীমারেখা!
অভিভূত হইনা
গভীর রাতের বুকে
চাপা ক্রন্দন মিলিয়ে গেলে!
কারণ সূর্যোদয় আর সূর্যাস্তে
কান্নারা জন্মায়,
কান্নারা বয়ঃপ্রাপ্ত হয়।।