এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,০৪ আগস্ট : ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য সিরিয়ার(আইএসআইএস) নেতা কুখ্যাত সন্ত্রাসবাদী আল-হুসেন-আল- কুরাইশির উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি সংঘর্ষে খতম হয়েছে । আইএসআইএস তাদের টেলিগ্রাম চ্যানেলে ওই সন্ত্রাসবাদী গোষ্ঠীর অন্যতম মুখপাত্র আবু হুদিফেহ আনসারি জানিয়েছে যে সিরিয়ার ইদলিব শহরে জিহাদি গোষ্ঠী “হায়াত তাহরির আল-শাম” এর সাথে সংঘর্ষে নিহত হয়েছেন আবু হুসেন । তবে কবে তাকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট করেনি আইএসআইএসের মুখপাত্র । আবু হুসেনের স্থলাভিষিক্ত করা হয়েছে আবু হাফস আল-হাশেমি আল-কুরাইশিকে ।
২০১৪ সালে আইএসআইএস-এর স্বঘোষিত খেলাফতের উত্থানের পর থেকে আল-হুসেন আল- কুরাইশি আইএসআইএসের চতুর্থ নেতা যে খতম হল । এর আগে, তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান চলতি বছরের ৩০ এপ্রিল বলেছিলেন যে সিরিয়ায় অভিযানের সময় তুর্কি সেনাবাহিনী আবুল হোসেন আল-কুরাইশিকে হত্যা করেছে । গত বছরের নভেম্বরে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস, আবুল হোসেন আল-কুরাইশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং তার জায়গায় আবু আল-হুসেন- আল-কোরেশিকে নেতা নির্বাচন করেছিল ।
আবুল হাসান আল-হাশেমি আল-কুরাইশির আগে, আবু ইব্রাহিম আল-কুরাইশি আইএসআইএসের নেতা ছিল, যে গত বছরের ফেব্রুয়ারিতে ইদলিবে আমেরিকান বাহিনীর অভিযানে নিকেশ হয় ।আইএসআইএসের প্রথম নেতা আবু বকর আল- বাগদাদিও সিরিয়ার ইদলিবে আমেরিকান বাহিনীর অভিযানে ২০১৯ সালের অক্টোবরে খতম হয়েছিল ।।