এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,০৩ আগস্ট : উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুরে প্রকাশ্য দিবালোকে ইমারতি সামগ্রীর ব্যবসায়ীকে গুলি করে পালালো ৩ দুষ্কৃতী । গুলিবিদ্ধ যুবকের নাম রবিন দাস । আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ইছাপুরের মায়াপল্লী এলাকায় ২১ নম্বর রেলগেটের সামনে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিন দুষ্কৃতী পায়ে হেঁটে এসেছিল । তাদের মধ্যে একজন রবিনকে লক্ষ্য পরপর ৩ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় । একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বাকি দুটি গুলি ওই যুবকের শরীরে এসে লাগে । গুলিবিদ্ধ যুবককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ।
জানা গেছে,প্রতিদিনের মত এদিনও সকালে বাজারে ফুল কিনতে গিয়েছিলেন রবিন দাস । সেই সময় তিন দুষ্কৃতী পায়ে হেঁটে তার কাছাকাছি আসে । একজন রবিনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । ওই ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা পালিয়ে যায় । স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে যে রবিন দাস তাদের দলের কর্মী । তবে কে বা কারা কি উদ্দেশ্যে তাকে প্রাণে মারার চেষ্টা করেছে তা স্পষ্ট নয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।।