এইদিন ওয়েবডেস্ক,হরিয়ানা,০৩ আগস্ট : হরিয়ানার নুহ(Nuh) জেলার মেওয়াতে(Mewat) মহাদেবের জলাভিষেকের শোভাযাত্রার উপর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের হামলার পর আহসান মেওয়াতি পাকিস্তানি (Ahsan Mewati Pakistani) নামে এক ব্যক্তির উসকানিমূলক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে নিজের স্বজাতীদের উদ্দেশ্যে ওই ব্যক্তি বলেছেন যে ‘কসম খুদা কি, মারো অথবা মরো, মরলে জন্নতে যাবে’ ।
ভিডিওটি টুইটারে শেয়ার করে ওয়ার্ল্ড হিন্দু কাউন্সিল লিখেছে,’ট্রিগারিং সতর্কতা : হরিয়ানার মেওয়াতের উগ্রবাদী মুসলিম যুবক সহ মুসলমানদেরকে হয় হিন্দুদের হত্যা করতে বা হিন্দুদের হত্যা করতে গিয়ে মরতে বলছে ।’
একই ভিডিও টুইটারে শেয়ার করে অমিতাভ চৌধুরী নামে এক ইউজার্স লিখেছেন,’এটি একজন মেওয়াতি ইউটিউবার আহসান মেওয়াতি পাকিস্তানি। তিনি নিজেকে একজন পাকিস্তানি মনে করেন এবং তাই তার ইউটিউবের নামে পাকিস্তানি রয়েছে। তিনি প্রকাশ্যে হিন্দুদের হুমকি দিচ্ছেন। তিনি এই ভিডিওটি ৩ দিন আগে পোস্ট করেছিলেন, তাই মিস্টার ডচৌতালারা হিন্দুদের দোষারোপ না করে জেহাদিদের ধরুন।’
ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘মনু মানেশ্বর মেওয়াতে শোভাযাত্রা নিয়ে আসছে,কসম খুদা কি, মারো অথবা মরো । মরলে শহীদ হবে, জন্নতে যাবে,মুসলমানদের অধিকারের জন্য লড়াই,ইয়ার । এটা যুদ্ধ । ইনশাআল্লাহ আল্লাহতালা বিজয়ী করুক আপনাদের । ওদের ভাঙচুর করে দাও । আর হিন্দুদের বলবো, ভাই, ধরমের রক্ষা করতে যদি চাও তাহলে আগে কর্মকে রক্ষা করো । মেওয়াতের মুসলমানদের অকারন পিছু লেগো না,তোমাদের কখন মেরে ফেলা হবে বুঝতেও পারবে না । তোমাদের হিম্মত নেই,তোমরা তরবারির ধার দেখে ভয় পেয়ে যাও । আর আমাদের সামনের লোকের মাথা কেটে ফেললেও ভয় পাই না, মনে রেখো । আর আমার ভাইরা,মেওয়াতের হালকা ভাবে নিও না । মেবাতীরা পুরদমে উদ্দীপ্ত ও রেগে আছে বলে আমার মনে হচ্ছে । আমি তাদের বলবো এই রাগ বহাল রেখে দাও,তবেই ওরা বুঝবে ।’
কৃষ্ণপুল্লাইয়া কাসুমর্থী (Krishnapullaiah Kasumarthy) নামে এক ব্যক্তি বুধবার (২ আগস্ট ২০২৩) নিজের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেছেন,’এটি একজন মেওয়াতি ইউটিউবার আহসান মেওয়াতি পাকিস্তানি। তিনি ভারতে থাকেন কিন্তু নিজেকে একজন পাকিস্তানি মনে করেন এবং তাই তার ইউটিউব নামে পাকিস্তানি রয়েছে, তার কথা শুনুন, স্পষ্টভাবে হিন্দুদের হুমকি দিচ্ছেন যে তিনি তাদের সাথে কি করবেন।’
তিনি আরও লেখেন,’তিনি এই ভিডিওটি ৩ দিন আগে পোস্ট করেছিলেন যেখানে তিনি স্পষ্টতই মনু মানেসারকে (বজরং দলের সদস্য এবং গো-রক্ষক) হত্যার হুমকি দিচ্ছেন এবং হিন্দু সম্প্রদায়কে প্রকাশ্য হুমকি দিচ্ছেন ।’ তবে ভিডিওতে হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় ও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘এইদিন’ ।।