এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ এপ্রিল : নতুন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । তা সত্ত্বেও ভ্রুক্ষেপ নেই সাধারন মানুষের । বিনা মাস্কেই বাসে ট্রেনে চড়ে যাতায়ত করতে দেখা যাচ্ছে বেশ কিছু যাত্রীদের । রেল দপ্তরের তরফ থেকে এনিয়ে নিয়মিত প্রচার করা হলেও কোনও ফল হয়নি বলে অভিযোগ । শেষে বিনা মাস্কের যাত্রীদের ধরে জরিমানা আদায় করতে শুরু করল রেলদপ্তর ৷ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেল স্টেশনে অভিযান চালালেন টিটি ও আরপিএফ কর্মীরা । মাস্কবিহীন যাত্রীর হাতে ৫০০ টাকার জরিমানার রসিদ ধরিয়ে দিতে দেখা গেল তাঁদের । এদিন কাটোয়া রেল স্টেশনে পাঁচজন যাত্রীকে মাস্ক না পড়ার জন্য জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
গত বছর করোনা আগমনের পর দীর্ঘদিন ধরে চলেছিল লকডাউন পর্ব । মানুষের ঘোরাফেরার উপর জারি করা হয়েছিল বেশ কিছু বিধিনিষেধ । মাস্ক ব্যাবহার করা,জনবহুল জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিধিনিষেধগুলি রপ্ত করাতে কঠোর ভূমিকা নিতেও দেখা গিয়েছিল প্রশাসনকে।
কিন্তু সময়ের সাথে সাথে সেই সমস্ত বিধিনিষেধ শিথিল হয়ে গেছে । সাধারন মানুষও মাস্ক পড়ার মত অভ্যাসগুলোকে কার্যত ত্যাগ করে ফেলেছেন । এদিকে ফের করোনা ভাইরাসের দাপট বেড়ে চললেও সেই পুরনো অভ্যাস ভুলতে পারছেন না অধিকাংশ মানুষ । তাই এবার মাস্ক পড়ার অভ্যাস রপ্ত করাতে কড়া পদক্ষেপ নিল রেলদফতর । বিনা টিকিটে ভ্রমনের মতই বিনা মাস্কে ভ্রমনকারী যাত্রীদের জরিমানা করতে শুরু করল রেলপুলিশ ও টিটিইরা ।
কাটোয়া স্টেশনে রেলপুলিসের এক আধিকারিক এম কুমার বলেন, “মাস্ক পড়ার জন্য আমরা রেল স্টেশনে মাইকে প্রচার চালাচ্ছি । কিন্তু দেখা যাচ্ছে তাতেও অনেকেই অসচেতনভাবে খোলামেলা চলাফেরা করছেন ।তাই এবার জরিমানা আদায় করা হচ্ছে ।’ এই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি ।
পূর্ব বর্ধমান জেলায় প্রতিদিনই করোনা সংক্রমনের খবর পাওয়া যাচ্ছে । পূর্ব বর্ধমান জেলা প্রশাসন থেকে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে,মঙ্গলবার বিকেল ৫ পর্যন্ত জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৩২১ জন । তার মধ্যে ভাতারে ১৭ জন,কাটোয়া পুর এলাকার ৯ জন, কাটোয়া-১ ব্লকে ১২ জন,কাটোয়া-২ ব্লকে ৬ জন,মঙ্গলকোটে ১ জন, কেতুগ্রাম-১ ব্লকে ১২ জন ও কেতুগ্রাম-২ ব্লকে ৯ জন কোভিড আক্রান্ত হয়েছেন । এদিন জেলার মোট আক্রান্তদের মধ্যে ২ জন উপসর্গযুক্ত ও বাকি ৩১৯ জন উপসর্গবিহীন বলে প্রশাসনের তরফ থেকে দৈনিক প্রকাশিত বুলেটিন থেকে জানা গেছে ।।