এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৩ আগস্ট : গত মে মাসে অনুষ্ঠিত কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে ভূয়ো শংসাপত্র এবং শিক্ষাগত নথি জমা দেওয়ার অভিযোগ উঠল । এনিয়ে হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে এবং বিধায়ক পদ বাতিলের দাবি জানানো হয়েছে । অশ্বথ রাও নামে জনৈক এক ব্যক্তির দায়ের করা আবেদনের বুধবার কর্ণাটক হাইকোর্টে শুনানি হয় । আদালত প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে সমন জারি করে ৫ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ।
আবেদনকারীর পক্ষে আইনজীবী প্রমিলা নেসারগির অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে ভূয়ো বর্ণ শংসাপত্র ও শিক্ষাগত নথি জমা করেছিলেন প্রিয়াঙ্ক খাড়গে । তিনি প্রিয়াঙ্কের বিধানসভার সদস্যপদ বাতিলের দাবি জানান । এছাড়া তিনি জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(১) ধারার অধীনে ঘুষের মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করার অভিযোগও আনেন কংগ্রেসের বিরুদ্ধে ।।