কাকে বিশ্বাস করবে মন তুমি কাকে?
পাঞ্চালি তো অর্জুনকে বিশ্বাস করেই তার হাত ধরে ছিলেন।
শেষে কি হলো!
পঞ্চ পান্ডবের পত্নী হয়ে কুলটা বদনামের ভাগিদার!
কাকে বিশ্বাস করবে মন তুমি?
মেঘকে বিশ্বাস করে শ্রাবণের কি পরিনতি তা সকলেই দেখতে পাচ্ছি।
কখনো বৃষ্টিকে আলিঙ্গন করছে মেঘ, বৃষ্টি নিজের প্রেমের প্রতিদান স্বরূপ চোখের জলে ভাসিয়ে দিচ্ছে পৃথিবী, কোথায় কোথায় সৃষ্টি বন্যার।
কখনো মেঘ ভেসে পালিয়ে যাচ্ছে নতুন প্রেমের খোঁজে।
বৃষ্টি অসহায়, হয়ে স্তব্ধ হয়ে খরার সৃষ্টি করছে।
কাকে বিশ্বাস করবে মন তুমি?
তোমার মনের কথা যাকেই বলবে তা পাঁচ কান হবেই।
তোমার বিশ্বাস নিয়ে খেলা করা অন্যের কাজ।
সমাজ সংসার রাজনীতি অর্থনীতি-
সব জায়গাতেই বিশ্বাস হামাগুড়ি দিয়ে চলছে।
কাকে বিশ্বাস করবে মন তুমি কাকে?
তুমি কি তোমাকেই বিশ্বাস করতে পারো?
তোমার বিশ্বাস কি হারিয়ে যাচ্ছে না?
সমাজ সংস্কৃতি বিনোদন জগতের অন্ধকারে।
বিশ্বাস বড্ড সেকেলে মধ্যযুগীয় কায়দায় চলছে।
কাকে বিশ্বাস করবে মন তুমি বলো?