এইদিন ওয়েবডেস্ক,কোয়েম্বাটোর,০২ আগস্ট : গত বছরের ২৩ শে অক্টোবর দীপাবলির আগে কেরালার কোয়েম্বাটুর (Coimbatore) জেলার কোট্টাইমেদুতে (Kottaimedu) সঙ্গমেশ্বর (Sangameswarar) মন্দিরের সামনে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) মঙ্গলবার আরও একজনকে গ্রেপ্তার করেছে । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দক্ষিণ উক্কাদমের (Ukkadam) জিএম নগরের(G.M. Nagar) বাসিন্দা ২৫ বছর বয়সী আই মহম্মদ ইদ্রিসকে (I Mohammed Idris) গ্রেফতার করে এনআইএ । ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে ।
গত বছর দীপাবলির আগে কোয়েম্বাটোর জেলার সঙ্গমেশ্বর মন্দিরের সামনে গাড়ি বিস্ফোরণটি ঘটেছিল ৷ এই ঘটনার মূল পরিকল্পনাকারী কোট্টাইমেডুর এইচএমপিআর স্ট্রিটের বাসিন্দা ২৯ বছর বয়সী জেমিশা মুবিনের মৃত্যু হয়েছিল । মুবিনই স্টিলের ড্রাম এবং এলপিজি সিলিন্ডার বোঝাই গাড়িটি চালাচ্ছিল । প্রাথমিক তদন্তে এনআইএ জানতে পেরেছে যে জামিশা মুবিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মহম্মদ ইদ্রিস । ইদ্রিসও গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাতে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ ছিল । মুবিন ও তার সহযোগীরা দক্ষিণ ভারতে বড় ধরনের বিস্ফোরণের পরিকল্পনা করছিল বলে তদন্তে জানতে পেরেছে এনআইএ ।
সিসিটিভি ফুটেজে মুবিন ও তার তিন সঙ্গীকে চিহ্নিত করা হয় । দুই দিনের জিজ্ঞাসাবাদের পর অবশেষে মঙ্গলবার গ্রেফতার করা হয় আই মহম্মদ ইদ্রিসকে । এদিকে জামেশা মুবিনের মৃত্যুর পরে,রাজ্য সরকারের বিরুদ্ধে ওই নাশকতার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল । বিরোধীদের অভিযোগ,গাড়ি বিস্ফোরণের ঘটনার সম্পূর্ণ বিবরণ পরিকল্পিত ভাবে চেপে যেতে চেয়েছিল কেরালা সরকার । এই ঘটনায় গোটা চক্রকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে জাতীয় তদন্ত সংস্থা ।।