এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০২ অগাস্ট : চলতি বছরে এযাবৎ জম্মু ও কাশ্মীরে ১.২৭ কোটি পর্যটক এসেছেন বলে জানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা(Lieutenant Governor Manoj Sinha) । আজ বুধবার তিনি মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চারার-ই-শরীফ-এ এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এই তথ্য দিয়ে বলেছেন যে এই সংখ্যাটি পূর্ববর্তী বছরের রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে । এলজি আশা প্রকাশ করেছে যে পর্যটকদের আগমন আরও বাড়তে থাকবে, বছরের শেষ নাগাদ আরও বেশি পর্যটক আসবেন উপত্যকায় । যা এই অঞ্চলের পর্যটন শিল্পের জন্য খুবই ভালো লক্ষণ । তিনি বলেন, ‘পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যার সাথে স্থানীয় দোকানদার, ট্যাক্সি ড্রাইভার,হোটেল মালিক এবং শিকারা অপারেটরদের জীবিকা সমৃদ্ধ হচ্ছে । পর্যটন খাতে এই উন্নতি শেষ পর্যন্ত এই অঞ্চলের অর্থনীতির সামগ্রিক উন্নতিতে অবদান রাখে ।’
তিনি জানান,দর্শনার্থীদের ক্রমবর্ধমান সংখ্যাকে সামঞ্জস্য করার জন্য, প্রশাসন অতিথিদের সর্বোত্তম সুবিধা প্রদানের জন্য কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মানসম্পন্ন পর্যটন পরিকাঠামো বিকাশে বিনিয়োগ করছে । পাশাপাশি উপত্যকায় উল্লেখযোগ্য কিছু অগ্রগতির কথা তুলে ধরে লেফটেন্যান্ট গভর্নর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্বের ওপর জোর দেন । তবে শুধু পর্যটনই নয়, স্কুল-কলেজগুলি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে স্বাভাবিকভাবে কাজ শুরু হওয়ায় তিনি খুশি প্রকাশ করেছেন ।
সেই সঙ্গে উপত্যকায় শিক্ষা,জনস্বাস্থ্য ও কর্মসংস্থানের অগ্রগতির বিষয়ে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে এদিন বিস্তারিত ব্যাখ্যা করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা । তিনি বুদগাম জেলায় কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন ও বুদগামের জেলা হাসপাতাল জনগণকে ব্যাপক স্বাস্থ্যসেবা সুবিধা হবে বলে জানান । পাশাপাশি উপত্যকায় ৩০,০০০ যুবকের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি দেওয়ার কথাও বলেন তিনি । এলজি সিনহা প্রতিশ্রুতি দিয়েছেন যে সেপ্টেম্বরে আরও নিয়োগ শুরু হবে ।।