এইদিন ওয়েবডেস্ক,ভিলওয়াড়া(রাজস্থান),০১ আগস্ট : স্কুল ছাত্রীর জলের বোতলে ভিন সম্প্রদায়ের এক পড়ুয়ার প্রস্রাব করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল রাজস্থানের ভিলওয়াড়ার মণ্ডল (Mandal)থানা এলাকার লুহারিয়া গ্রামে । লুহারিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী এনিয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানালেও ওই পড়ুয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ । এরপর ঘটনাটির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এএসপি, ডিএসপি, এসএইচও নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
জানা গেছে,সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টটি ভাইরাল হওয়ার পরে,ছাত্রীর পরিবারের সদস্যদের সাথে বহু মানুষ থানায় এনিয়ে অভিযোগ দায়ের করতে গিয়েছিল । কিন্তু পুলিশও ব্যবস্থা না নেওয়ায় ক্ষিপ্ত গ্রামবাসীরা অভিযুক্ত ছাত্রের বাড়ির সামনে এসে জড়ো হয় । সেই সময় দুই পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি শুরু হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পুলিশ বলছে, অভিযুক্ত ছাত্রের বাড়িতে পৌঁছানোর পর যারা বিশৃঙ্খলা ছড়িয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে । ঘটনাস্থলে প্রচুর পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে । এদিকে ক্ষিপ্ত
গ্রামবাসীরা স্কুলে তালা ঝুলিয়ে দেয়। তারা অভিযুক্ত ছাত্রকে স্কুল থেকে বহিষ্কারের দাবি জানান ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,শুক্রবার ক্লাসে ব্যাগ এবং জলের বোতল রেখে দুপুরের খাবার খেতে গিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী । সেই সূযোগে ছাত্রীর জলের বোতলে ভিন সম্প্রদায়ের ওই ছাত্র প্রস্রাব ভর্তি করে রাখে । পাশাপাশি সে ব্যাগে ‘লাভ ইউ‘ লেখা একটি চিঠিও রেখে যায় ।
ভিলওয়াড়ারার অতিরিক্ত পুলিশ সুপার ঘনশ্যাম শর্মা জানান,ছাত্রী যখন ফিরে আসে, তখন জলপান করতে গিয়ে বোতল থেকে দুর্গন্ধ পায় । তার ব্যাগে একটি প্রেমপত্রও ছিল। এ নিয়ে ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন । কিন্তু অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় সোমবার বিক্ষুব্ধ গ্রামবাসীরা তোলপাড় সৃষ্টি করে । পাথর ছোড়া হয় । জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে । অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, রাজ্যের কংগ্রেস সরকারের‘তোষামোদের রাজনীতি’ ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে ।।