এইদিন ওয়েবডেস্ক,পালঘর(মহারাষ্ট্র),৩১ জুলাই : মহারাষ্ট্রের পালঘরে জয়পুর-মুম্বাই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে পুলিশ ফোর্সের (আরপিএফ) একজন কনস্টেবল নির্বিচারে গুলি চালিয়ে তার এক সিনিয়র এএসআই সহ ৪ জনকে খুন করেছে । আজ সোমবার (৩১ জুলাই, ২০২৩) ভোর ৫ টার দিকে এই ঘটনাটি ঘটে ট্রেনের বি ৪ ও ৫ বগিতে । নিহত এএসআই টিকারাম মীনা এসকর্ট দলের দায়িত্বে ছিলেন । খুনি কনস্টেবল চেতন সিং (Chetan Singh)কে গ্রেফতার করেছে পুলিশ ।
জয়পুর-মুম্বাই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি জয়পুর থেকে মুম্বাই যাচ্ছিল । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে এএসআই টিকারাম মীনার সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয় চেতন সিং-এর । কিছু যাত্রী হস্তক্ষেপ করলে অভিযুক্ত চেতন সিং তার স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে টিকারাম মীনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । গুলিবিদ্ধ হয়ে টিকারাম ও তার পাশে বসে থাকা ৩ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় । মৃতদেহগুলি বোরিভালিতে নামানোর পর শতাব্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বলা হচ্ছে যে পারিবারিক ঝামেলা ও তার উপর বদলির কারনে মানসিক অবসাদে ভুগছিলেন চেতন সিং ।
এই ঘটনার পর মৃত এএসআই টিকারাম মীনার নিকটাত্মীয়দের জন্য রেলওয়ে সুরক্ষা কল্যাণ নিধি থেকে ১৫ লক্ষ টাকা, অন্ত্যেষ্টিক্রিয়া খরচের জন্য ২০,০০০ টাকা, মৃত্যু সহ অবসরকালীন গ্র্যাচুইটি হিসাবে ১৫ লক্ষ টাকা, সাধারণ বীমা প্রকল্প হিসাবে ৬৫,০০০ দেওয়া হবে বলে জানিয়েছে পশ্চিম রেলওয়ে ।।