এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,৩০ জুলাই : রাজস্থানের খ্রিস্টান মহিলা অঞ্জু থমাস ও পাকিস্তানি নাসরুল্লাহর বিয়ে নিয়ে তোলপাড় দু’দেশ । নাসরুল্লাহকে বিয়ে করার পর অঞ্জুর নাম বদল করে রাখা হয়েছে ফাতিমা । অঞ্জু সেখানে উপহারও পাচ্ছে প্রচুর । একটি নির্মান সংস্থার পক্ষ থেকে উপহার হিসাবে অঞ্জু-নাসরুল্লাহকে একটা ফ্লাটও দেওয়া হয়েছে । পাকিস্তানি মূদ্রায় যার মূল্য ৪৫ লাখ বলে দাবি করা হচ্ছে । স্বভাবতই খুব খুশি অঞ্জু । এদিকে ১৫ বছরের এক কিশোরী কন্যা ও ৬ বছরের পুত্রসন্তানকে নিয়ে চরম বিড়ম্বনায় পড়ছেন অঞ্জুর স্বামী অরবিন্দ থমাস । পাশাপাশি মেয়ের এই প্রকার কৃতকর্মের জন্য চরম ক্ষুব্ধ অঞ্জুর বাবা গয়া প্রসাদ ।
নিউজ নেশনের প্রতিবেদন অনুযায়ী,সম্প্রতি গয়া প্রসাদকে ফোন করেছিলেন তার মেয়ে এবং তিনি মেয়ের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন । তিনি মেয়ের সঙ্গে কথপোকথনে সাফ জানিয়ে দেন,’তুই আমাদের কাছে মৃত ।’ পাশাপাশি ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে কোনো অবস্থায় যেন তার নাতি ও নাতনিকে পাকিস্তানে যাওয়ার জন্য অনুমতি না দেওয়া হয় । গয়া প্রসাদ বলেছেন,’অঞ্জুর সন্তানরা যেন ভারতে থাকে । বাচ্চাদের বাবা যদি রাখতে না পারেন, তাহলে আমি বাচ্চাদের রাখতে প্রস্তুত, কিন্তু পাকিস্তান বাচ্চাদের যেতে দেবে না ।’ উল্লেখ্য, ইতিপূর্বেও অঞ্জুর স্বামী অরবিন্দ আশঙ্কা প্রকাশ করেছেন যে তার দুই সন্তানকে পাকিস্তান নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে ।
প্রতিবেদন অনুযায়ী গয়া প্রসাদকে ভয়েস কল করেছিলেন তার মেয়ে অঞ্জু । সেই সময় গয়া প্রসাদ বলেন- ‘পাকিস্তানে কী নিতে গিয়েছিস ?’
অঞ্জু বলেন,’কেন,আমি বেড়াতে আসতে পারি না ?’
এর উত্তরে গয়া প্রসাদ তার মেয়েকে বলেন, ‘ঘোরাঘুরির আর জায়গা পেলি না ? এখন আমরা সবাই তোর কাছে মৃত, তোর সন্তানরাও তোর কাছে মৃত ভাববি । মা, বাবা, ভাই, স্বামী, সন্তান সবাই তোর জন্য মৃত বলে মনে করবি ।’ অঞ্জুর বাবাকে বোঝানোর জন্য নাসরুল্লাহ তার সাথে কথা বলতে চেয়েছিলেন । কিন্তু গয়া প্রসাদ তার সঙ্গে কথা বলতে রাজি হননি বলে জানা গেছে ।।