এইদিন ওয়েবডেস্ক,ডুনেডিন,৩০ জুলাই : রবিবার ডুনেডিন স্টেডিয়ামে সুইজারল্যান্ডের সাথে গ্রুপ পর্বের ম্যাচে গোলশূন্য ড্র করার পর মহিলা ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গেল আয়োজক দেশ নিউজিল্যান্ড । আয়োজক দেশ হিসাবে গ্রুপ পর্বে ছিটকে যাওয়া বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম নজির । অন্যদিকে সোমবার কানাডার বিপক্ষে জিততে না পারলে সহ আয়োজক দেশ অস্ট্রেলিয়াকেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে ।
এদিকে নরওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র খেলে সুইজারল্যান্ড ১৬ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করে গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে তারা । সুইজারল্যান্ড এখন গ্রুপ সি থেকে স্পেন বা জাপানের মুখোমুখি হবে । আগামী সোমবার ওই দুই দলের মধ্যে খেলা হবে ।
সুইজারল্যান্ড রাউন্ড অফ ২৬-এ যাওয়ার জন্য গ্রুপ ‘এ’ তে প্রথম দু’দলের একটি হয়েছে এবং দ্বিতীয়বার নকআউট রাউন্ডে পৌঁছেছে । এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে তারা নকআউটে জায়গা করে নিয়েছিল ।।