এইদিন ওয়েবডেস্ক,বেলগাঁও,৩০ জুলাই : দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের এটিএস । পুনের এটিএস জানিয়েছে,ধৃতরা হল মহম্মদ ইমরান ওরফে আমীর আব্দুল হামিদ খান এবং মোহাম্মদ ইউনিস মোহাম্মদ ইয়াকুব সাকি । বেলগাঁও জেলার সীমান্তবর্তী আম্বোলি গ্রামের জঙ্গল এলাকায় পরীক্ষামূলক বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল । জানা গেছে,পুলিশ প্রথমে ওই দু’জনকে বাইক চোর সন্দেহে গ্রেফতার করেছিল । কিন্তু জিজ্ঞাসাবাদের সময় একটি চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আসে । তদন্তকারী দল জানতে পারে যে এই সন্দেহভাজনদের আইএসআইএসের সাথে সম্পর্ক রয়েছে । পরে তাদের মহারাষ্ট্র এটিএস হেফাজতে নিজেদের নেয়। জেরায় ধৃতরা কবুল করে তারা আম্বোলি গ্রামের ঘন জঙ্গলে পরীক্ষামূলক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল ।
মহারাষ্ট্র এটিএস দ্বারা জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে এবং ইউএপিএ-এর অধীনে দুই অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে ।।