এইদিন ওয়েবডেস্ক,শ্রীহরিকোটা,৩০ জুলাই : সিঙ্গাপুরের ৭ টি স্যাটেলাইট মহাকাশে পাঠাল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) । আজ রবিবার ৬টা ৩৪ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল সি ৫৬ ( PSLV-C56)-এর সাহায্যে মহাকাশের উদ্দেশ্যে পাঠানো হয় ওই স্যাটেলাইটগুলি ।
ইসরোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে জানানো হয়েছে,মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে । পিএসএলভি-সি ৫৬ যানটি সাতটি স্যাটেলাইটকে তাদের অভিপ্রেত কক্ষপথে সঠিক স্থানে স্থাপন করেছে । চুক্তির জন্য এনএসআইএল ইন্ডিয়া এবং সিঙ্গাপুরকে ধন্যবাদ ।’।