এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ জুলাই : মালদার বামনগোলার পাকুয়াহাটে নারী নিগ্রহের ঘটনায় আইসি জয়দীপ চক্রবর্তী ও ওসি মৃণাল সরকারসহ ৪ পুলিশকর্মীকে ক্লোজ করা হয়েছে । জানা গেছে, ওই তালিকায় রয়েছেন পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির ওসি রাকেশ বিশ্বাস এবং এএসআই সঞ্জয় সরকার । পাকুয়াহাটে চুরির অভিযোগে দুই মহিলাকে জুতোপেটা করার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল । ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নির্যাতিতা দুই মহিলাকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা এবং নারী নিগ্রহের ঘটনার ভিডিও ভাইরাল করা ব্যক্তি গ্রেফতার করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে । ওই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আন্দোলন শুরু করেছিল বিজেপি । অবশেষে ঘটনার পাঁচদিন পর গত বুধবার স্থানীয় পুলিশের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব । তদন্তের রিপোর্ট পাওয়ার পর কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই ৪ পুলিশকর্মীকে এদিন ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে ।
মানিকচকে বাড়ি নির্যাতিতা দুই মহিলার । গত সপ্তাহের মঙ্গলবার পাকুয়াহাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন তাঁরা । আর তখন পকেটমার সন্দেহে দুই মহিলার উপর চলে বর্বরোচিত নির্যাতন । মহিলাদের প্রকাশ্যে নগ্ন করে ব্যাপক জুতোপেটা করা হয় । এদিকে মণিপুরে নারী নিগ্রহের ঘটনায় রাজ্যের শাসকদল যখন মণিপুরের বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীর উপর আক্রমণ শানাতে রাস্তায় নেমেছে,ঠিক তখনই মালদার পাকুয়াহাটে নারী নিগ্রহের ভিডিও প্রকাশ্যে আসে । পাকুয়াহাট ও হাওড়া জেলার পাঁচলা এলাকায় দলের মহিলা প্রার্থীকে নিগ্রহের অভিযোগে বিজেপি পালটা আন্দোলন শুরু করলে বেজায় অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল কংগ্রেস ।।