প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ জুলাই : হাড় হিম করা অপহরণ কাণ্ড বললেও বোধহয় কম বলা হবে।প্রকাশ্য দিবালোকে চারচাকা গাড়ি থেকে নামিয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শাখার ম্যানেজারকে অপহরণ করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করল দুষ্কৃতীরা।এমন অপহরণ কণ্ডটি ঘটেছে এই বঙ্গেরই পূর্ব বর্ধমান জেলার ভাতারে । মুক্তিপণ দিয়ে ছাড়া পাবার পর ব্যাঙ্ক ম্যানেজার শ্যামাশিষ হাজরা বুধবার রাতে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই অভিযুক্তডের ধরতে জোর তৎপরতা শুরু করে দেয় পুলিশ । ২৪ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে পাকড়াও করে ৩ লক্ষ ৯২ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম শেখ হীরা এবং আজিবুল শেখ। এদের মধ্যে শেখ হীরার বাড়ি মঙ্গলকোটের কল্যানপুর গ্রামে। আজিবুল মঙ্গলকোটের মাহার্তুবা গ্রামের বাসিন্দা। তাদের বৃহস্পতিবার রাতে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে । ঘটনার কথা জেনে স্তম্ভিত ভাতারের বাসিন্দারা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক ম্যানেজার শ্যামাশিষ হাজরার বাড়ি ভাতার বাজারে কদমতলায়। তিনি জেলার মঙ্গলকোট থানার কাসেমনগর এলাকার একটি ব্যাঙ্কের শাখার ম্যানেজার । ভাতার বাজার এলাকার অপর আর এক বাসিন্দা মঙ্গলকোটের খতিয়ার গ্রামে একটি রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় চাকরি করেন । শ্যামাশিষ বাবু এবং ওই ব্যাঙ্ক কর্মীর যাতায়তের পথ একই। তাই তিনি রোজ শ্যামাশিষ বাবুর ব্যাঙ্কের চারচাকা ভাড়া গাড়িতে অফিসে যান । গাড়িটি মঙ্গলকোটের কাসেমনগর এলাকার জনৈক এক ব্যক্তির ।
শ্যামাশিষ হাজরার অভিযোগ,অনান্য দিনের মত বুধবার সকালেও তাঁরা ভাতার বাজার থেকে গাড়িতে চড়ে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলে । বেলা সাড়ে নটা নাগাদ গাড়িটি বাদশাহী রোড ধরে মুরাতিপুরের কাছে পৌছায়।তখনই ,কয়েকজন দুষ্কৃতী শ্যামাশিষ বাবুদের গাড়ির পথ আটকায়। দুস্কৃতিদের মধ্যে ২ জন তারই মধ্যে শ্যামাশিষ বাবুদের গাড়িতে উঠে পড়ে। প্রথমেই তারা শ্যামাশিষ বাবু ও তাঁর সহযাত্রীর মোবাইল ফোন কেড়ে নেয় ।এরপর গাড়ির চালককে গাড়িটি ভাতারের এরুয়ার গ্রামের দিকে নিয়ে যেতে বলে । এরুয়ার গ্রামের একটি ফাঁকা জায়গায় গাড়িটি দাঁড় করিয়ে অপহরণকারীরা ব্যাঙ্ক ম্যানেজার শ্যামাশিষ বাবুর কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে অপহরণকারীরা শ্যামাশিষ বাবুকে মারধর করা শুরু করে । এমনকি প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ ।
অপহরণকারীদের এমন হুমকিতে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে ব্যাঙ্ক ম্যানেজার শ্যামাশিষ হাজরা ৪ লক্ষ টাকা দিতে রাজি হন । তিনি জানান,তাঁর কাছে টাকা না থাকায় তিনি ব্যাঙ্কের এক কর্মীকে বিষয়টি জানান । এরপর ব্যাঙ্ক থেকে টাকা আনার জন্য চালককে সঙ্গে নিয়ে কাসেমনগর যায় এক অপহরণকারী । ওই সময়ে তাঁদের দু’জনকে একটা ঘরে আটকে রেখে পাহারা দিতে থাকে অন্য এক অপহরণকারী। ব্যাঙ্ক থেকে টাকা এনে ঘন্টা চারেক পর দু’জনে মুক্ত পান বলে ব্যাঙ্ক ম্যানেজার শ্যামাশিষ হাজরা জানান।
ভাতার থানার ওসি অরুন কুমার সোম জানান, অভিযোগ পাওয়ার ২৪ ঘটনার মধ্যে দুই
অপহরণকারীকে পাকড়াও করা হয়েছে । ধৃত দু’জনেই মঙ্গলকোট থানা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ৩ লক্ষ ৯২ হাজার টাকা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি ধৃতরা অপহরণ ও মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেছে।দলের বাকিদের সন্ধান পেতে দুই ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করে হেপাজতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে ।।