প্রথম দেখাতে লাগেনি ভালো
বেসেছি ভালো ধীরে ধীরে,
প্রত্যেক জনমে আমার জন্য
আসবে তুমি ঘুরে ফিরে।
কী করে বলতো পড়লাম প্রেমে !!
কিভাবে ফেললে তোমার মায়ায়?
হৃদয় আর মনের সাথে সাথে
তুমি থাকবে আমার ছায়ায়।
ছেড়ে যাওয়ার নামটি ধরলে
দেবো তোমার কানটি মুলে,
মনোমালিন্য আমাদের হতেই পারে
কথাটা বলো প্লিজ মন খুলে।
হোকনা যত মান অভিমান
আমি থাকবো তোমার পাশে,
তোমার ওই হাসি মুখটা দেখলেই
আমারও যে অবুঝ মনটা হাসে।