দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ জুলাই : পূর্ব বর্ধমান জেলার ভাতারে প্রকাশ্য দিবালোকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার ম্যানেজারের গাড়ি আটকে তাঁকে অপহরণ করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করল দুষ্কৃতীরা । ভাতার বাজারে কদমতলার বাসিন্দা শ্যামাশিষ হাজরা নামে ওই ব্যাঙ্ক ম্যানেজার বুধবার রাতে এনিয়ে ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ পাওয়ার পর দুষ্কৃতী চক্রকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ । এই ঘটনায় গাড়ির চালকের কোনো ভূমিকা আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে । এদিকে এই ভয়ঙ্কর ঘটনার কথা চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।
জানা গেছে,পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কাসেমনগর এলাকার একটি ব্যাঙ্কের শাখার ম্যানেজার শ্যামাশিষ হাজরা । ভাতার বাজারের বাসিন্দা আরও এক ব্যক্তি মঙ্গলকোটের খতিয়ার গ্রামে একটি রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় চাকরি করেন । তাঁদের দু’জনের যাতায়তের পথ একই হওয়ায় তাঁরা রোজ শ্যামাশিষ বাবুর ব্যাঙ্কের চারচাকা ভাড়া গাড়িতে অফিসে যান । গাড়িটি কাসেমনগর এলাকার জনৈক এক ব্যক্তির ।
জানা গেছে,অনান্য দিনের মত বুধবার সকালেও তাঁরা ভাতার বাজার থেকে গাড়িতে চড়ে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলে । কিন্তু সকাল সাড়ে নটা নাগাদ গাড়িটি বাদশাহী রোড ধরে মুরাতিপুরের কাছে আসতেই শ্যামাশিষবাবুরা ওই দুষ্কৃতী চক্রের কবলে পড়েন । শ্যামাশিষবাবু জানান,কয়েকজন দুষ্কৃতী গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি আটকে দেয় । তাদের মধ্যে ২ জন গাড়িতে উঠে পড়ে । প্রথমেই তারা তাঁর ও তাঁর সহযাত্রীর মোবাইল ফোন কেড়ে নেয় । তারপর তারা এরুয়ার গ্রামে গাড়িটি নিয়ে যেতে বলে চালককে । এরুয়ার গ্রামের একটি ফাঁকা জায়গায় গাড়িটি দাঁড় করিয়ে তার কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । তিনি টাকা দিতে অস্বীকার করলে মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেখায় । শেষে বাধ্য হয়ে তিনি ৪ লক্ষ টাকা দিতে রাজি হন ।
তিনি আরও জানান,তার কাছে টাকা না থাকায় তিনি ব্যাঙ্কের এক কর্মীকে বিষয়টি জানান । এরপর ব্যাঙ্ক থেকে টাকা আনার জন্য চালককে সঙ্গে নিয়ে কাসেমনগর যায় এক অপহরণকারী । এদিকে তাঁদের দু’জনকে একটা ঘরে আটকে রেখে পাহাড়ায় থাকে অন্য এক অপহরণকারী । অবশেষে ব্যাঙ্ক থেকে টাকা এনে ঘন্টা চারেক পর তাদের মুক্ত করা হয় ।।